বগুড়ার কাহালু উপজেলার শেখাহার এলাকার করিম পাম্পের সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক কাহালু উপজেলার তিনদীঘি ঝাঝার মোড় গ্রামের আজমল হোনেন ও বগুড়া সদরের ঘোড়াধাপ এলাকার শাহিনুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু আজমল ও শাহিনুর। আজমল মোটরসাইকেল মেরামতকাজের পাশাপাশি পুরাতন মোটরসাইকেল কেনাবেচা করেন। বিকেলে তারা পুরাতন মোটরসাইকেল কেনার জন্য মোটরসাইকেলযোগে দুপচাঁচিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার শেখাহার এলাকার করিম পাম্পের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আজমলের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য শাহিনুরকে স্থানীয় লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আম্বার হোসেন জানান, মোটরসাইকেল চালক আজমলের লাশ থানাতে আছে। আর শাহীনের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।